আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় ১৮ দলের হরতাল মঙ্গলবার

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকাভুক্ত করার দাবিতে বগুড়ায় ১৮ দল আয়োজিত গতকালের বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে আগামী মঙ্গলবার হরতালের ডাক দেওয়া হয়েছে। বিকাল সাড়ে ৪টায় বগুড়া শহরের পৌর পার্কে এ সমাবেশ শেষে হরতাল সফল করতে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

১৮ দলের সমন্বয়ক ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবেদীন চান, জেলা জাগপা সভাপতি আমির হোসেন মণ্ডল, জেলা জামায়াতের আমির মাওলানা শাহাবুদ্দীন, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, মীর শাহে আলম, এম আর ইসলাম স্বাধীন, পরিমল চন্দ্র দাস, তাহা উদ্দিন নাহিন, মাফতুন আহমেদ খান রুবেল, যুবদল নেতা সিপার আল বখতিয়ার, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান হিমু প্রমুখ।

ভিপি সাইফুল ইসলাম বলেন, নির্দলীয় সরকার ব্যবস্থা বাস্তবায়ন এবং তারেক রহমানের নাম ভোটার তালিকাভুক্ত করার দাবিতে আগামী মঙ্গলবার বগুড়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। এর পরও দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করব।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.