ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউপির গোপালপুর গ্রামের মোগন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অন্যদিকে ঈদের ছুটি কাটাতে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে মামার বাড়িতে এসে সোমেশ্বরী নদীর পানিতে ডুবে সহোদর রিমন ও লিংকনের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : এলাকাবাসী জানায়, উপজেলার গোপালপুর গ্রামের পূর্ব পাড়ার মোগন মিয়ার দুই সন্তান আলী নুর ও জেসমিন বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একই বাড়ির শফিক মিয়ার মেয়ে সাবিনাও পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা : দুর্গাপুর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঈদের ছুটিতে ময়মনসিংহের আঠারবাড়ীর লিটন পালের স্ত্রী শেলী পাল বাচ্চাদের নিয়ে দুর্গাপুর উপজেলার দক্ষিণপাড়া ভাই মৃণাল কান্তির বাড়িতে বেড়াতে আসেন। গতকাল মঙ্গলবার দুপুরে সোমেশ্বরী নদীতে বালু উত্তোলনের গর্তগুলোতে গোসল করতে নামে দুই ভাই রিমন ও লিংকন। পাড়ে বসে থাকে ৬ বছরের মামাতো বোন। সাঁতার না জানা রিমন ও লিংকন গোসল করতে করতে গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় পাড়ে বসে থাকা তাদের মামাতো বোন বাড়িতে গিয়ে খবর দিলে বাড়ির লোকজন ও এলাকাবাসী এসে শিশুদের উদ্ধার করে। ততক্ষণে তারা পৃথিবী ছেড়ে পরলোকে চলে যায। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।