আমাদের কথা খুঁজে নিন

   

ড্রোন কিনবে ফেসবুক!

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সৌরশক্তি চালিত ড্রোন কেনার কথা ভাবছে। আর এই ড্রোন নাকি অনলাইন ছাড়াই তারবিহীন ইন্টারনেট সংযোগ দিতে পারবে। জানা গেছে, ফেসবুক ৬০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে সৌরশক্তি চালিত ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টাইটার এরোস্পেস কিনে নেওয়ার কথা ভাবছে। যদিও মঙ্গলবার ফেসবুক এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক ই-মেইলে বিষয়টিকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছে ফেসবুক। টাইটার এরোস্পেসের তৈরি করা সৌরশক্তি চালিত ড্রোনগুলো মাটিতে একবারও না নেমে পাঁচ বছর পর্যন্ত উড়তে পারে। ফেসবুকের টাইটার এরোস্পেস কেনার পরিকল্পনার সঙ্গে মিল রয়েছে গুগল বেলুন প্রকল্পের। মাটির নিচে বা প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে মহাকাশে বেলুন পাঠিয়েছে গুগল। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.