আমাদের কথা খুঁজে নিন

   

শাকিবের বিরুদ্ধে লড়বেন রুবেল

আগামী ১১ এপ্রিল চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হবে। আর এ নির্বাচনে সভাপতি পদের জন্য শাকিবের বিরুদ্ধে লড়বেন চিত্রনায়ক রুবেল।

সাধারণ সম্পাদকের পদে লড়বেন মিশা সওদাগর, নাদির খান ও ইলিয়াস কোবরা।

ইতোমধ্যে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন ও অভিযোগ নিষ্পত্তির জন্য আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান অভিনেতা আহমেদ শরীফ।

তিন সদস্যবিশিষ্ট এ নির্বাচন কমিশনের অন্য দুজন হলেন নাজমুল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন। আপিল বোর্ডের চেয়ারম্যান চিত্রনায়ক ফারুক। এ বোর্ডের সদস্য দুজন হলেন দেলোয়ার জাহান ঝন্টু ও এফআই মানিক। নতুন তারিখ নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার আহমেদ শরীফ জানিয়েছেন, ১১ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে দু-একদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ও আচরণবিধি ঘোষণা করা হবে।

নির্বাচন অনুষ্ঠিত হবে বিএফডিসিতে। বিএফডিসি কর্তৃপক্ষ থেকে এ মর্মে অনুমতিও দিয়েছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট এফডিসি চত্বর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.