বয়স মাত্র ৮। এই বয়সের শিশুরা ব্যস্ত থাকে কার্টুন দেখে। কিংবা ভিডিও গেমস খেলে। অথচ মুম্বাইয়ের মুশির খান এই বয়সেই একজন পেশাদার ক্রিকেটার! ভাবা যায়। কিন্তু বিষয়টি সত্যি। মুম্বাইয়ের বিখ্যাত কঙ্গো লিগ টুর্নামেন্টে মাত্র ৮ বছর বয়সে খেলতে নেমে রেকর্ড গড়েছেন মুশীর। গত ৬৫ বছরের ইতিহাসে টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। টুর্নামেন্টে স্পোর্টসফিল্ড ক্লাবের পক্ষে খেলতে নেমে ৭৮ রানে নেন ৫ উইকেট।
মুম্বাইয়ের আঞ্জুমান-ই-ইসলামের চতুর্থর্ শ্রেণীর ছাত্র মুশীর। গত রবিবার তিনি বিখ্যাত শিবাজী পার্কে খেলতে নেমেছিলেন ক্যাথলিক জিমখানার বিপক্ষে। বাঁ-হাতি স্পিনার মুশীর ১৮ ওভার বোলিং করেন ম্যাচে। তার বোলিংয়ে জিমখানা ৯ উইকেটে ১৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়েও নজর কাড়েন তিনি। সাড়ে ৪ ফুট উচ্চতার মুশীর এক ঘণ্টার ওপর ক্রিজে টিকেছিলেন। তার ব্যাটিং দৃঢ়তায় ৭ উইকেটে ৭১ রান তুলে ম্যাচ ড্র করে স্পোর্টসফিল্ড। ম্যাচ শেষে উচ্ছ্বসিত মুশীর বলেন, 'এবার আমার আব্বা আমাকে মুরগি খাওয়াবে। ক্রিকেট খেলা না থাকলে বন্ধুদের সঙ্গে মার্বেল খেলি।' সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শুধু সে-ই নয়, তার বড় ভাই সরফরাজ খানও ভেঙেছিলেন শচীন টেন্ডুলকারের স্কুল ক্রিকেটের রেকর্ড। প্রতিপক্ষ ক্যাথলিক জিমখানার অধিনায়ক দীপক ঠাকুর ভূয়সী প্রশংসা করেন মুশীরের, 'অনেক বছর আগে আমি যখন টেন্ডুলকারের বিপক্ষে খেলেছিলাম, তখন বলেছিলাম সে একদিন ভারতের পক্ষে খেলবে।
আজ বলছি মুশীরও একদিন ভারতের পক্ষে খেলবে।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।