পানিতে ডুবে কুমিল্লায় দুই বোন ও পটুয়াখালীতে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া কঙ্বাজারে পুকুরে ডুবে মারা গেছে এক কিশোর। প্রতিনিধিদের পাঠানো খবর_
কুমিল্লা : মহানগরীর মধ্যম আশ্রাফপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে গতকাল দুই চাচাত বোনের মৃত্যু হয়েছে। তারা হলো নুসরাত জাহান ও খাদিজাতুল কোবরা। সকালে নুরুল আমিনের মেয়ে নুসরাত জাহান (আড়াই বছর) ও রুহুল আমিনের মেয়ে খাদিজাতুল কোবরা (৩) খেলার জন্য বাসা থেকে বের হয়। দীর্ঘক্ষণ তারা ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের মৃতদেহ ভাসতে দেখেন। পটুয়াখালী : কুয়াকাটার অর্কা পল্লীতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলো রুমি (৭), হাবিব (৫) ও ফাহিমা (৫)। এদের মধ্যে রুমি ও হাবিব আপন ভাই-বোন এবং ফাহিমা তাদের খালাত বোন। কঙ্বাজার : রামু উপজেলায় পানিতে ডুবে রুবেল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রামু চৌমুহনীর রশিদ কমপ্লেঙ্রে পেছনের পুকুরে গতকাল এ ঘটনা ঘটে। নিহত রুবেল হালাদারকুল এলাকার সিদ্দিক আহমদের ছেলে। সে একটি স্যানিটারি প্রতিষ্ঠানে কাজ করত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।