আমাদের কথা খুঁজে নিন

   

ভিসা বন্ড থেকে পিছু হটল ব্রিটেন

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ছয়টি দেশের নাগরিকদের 'সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ' চিহ্নিত করে ভ্রমণের আগেই জামানত রাখার (ভিসা বন্ড) পরিকল্পনা থেকে পিছু হটেছে যুক্তরাজ্য সরকার। উপমহাদেশসহ বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে- এমন যুক্তি সামনে এনে দেশটির পার্লামেন্টের সদস্যদের তীব্র সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিল ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির জোট সরকার। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণের আগেই চিহ্নিত দেশগুলোর নাগরিকদের কাছ থেকে জামানত বাবদ ৩ হাজার পাউন্ড (প্রায় ৩ লাখ ৭২ হাজার টাকা) রাখার পরিকল্পনা বাতিল করেছে সরকার। চলতি নভেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ঘানা ও নাইজেরিয়ার নাগরিকদের ৬ মাসের ভ্রমণ ভিসা বেঁধে দিয়ে এ জামানত গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল ব্রিটিশ সরকার। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.