আমাদের কথা খুঁজে নিন

   

গোঁফ রাখতে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন আফ্রিদি!

আফ্রিদির ৩০ ইঞ্চি দীর্ঘ গোঁফটি জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের সদস্যদের ক্রোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই গোঁফের জন্য জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেয়া হয়েছে এবং নিজ পরিবার থেকে দূরে একরকম নির্বাসনেও থাকতে হচ্ছে। কিন্তু তিনি গোঁফ ছাটতে রাজি নন। পরিবার, দেশ ছাড়তে রাজি হলেও গোঁফ ছাড়তে রাজি নন পাকিস্তানের এই ব্যবসায়ী।

পেশোয়ারের বাসিন্দা আফ্রিদি  প্রতিদিন ৩০ মিনিট সময় ব্যয় করেন এই গোঁফের পেছনে।

গোঁফের কারণে তিনি কেন সব ছাড়তে প্রস্তুত ছিলেন, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, গোঁফের জন্য মানুষ আমাকে অনেক সম্মান করে। এটা আমার পরিচয়। নিজেকে আমি বেশ তৃপ্ত ও সুখী মনে করি। যখন গোঁফটি একটু ফিকে হয়ে যায়, তখন কেউ আমার দিকে ফিরেও চায় না। আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম।

আর সেটা আমি ভীষণ উপভোগ করি।

জঙ্গি আতংকে ঘরছাড়া আফ্রিদির স্বপ্ন গোঁফের জন্য কোন দেশে রাজনৈতিক আশ্রয় দেবে।

আফ্রিদি আরও জানান, আমি আমার পরিবারকে বিদেশে পাঠানোর চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র, কানাডা, বৃটেন বা এমনকি দুবাইয়ে। কিন্তু আমার রাজনৈতিক আশ্রয় প্রয়োজন।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।