আমাদের কথা খুঁজে নিন

   

গোঁফ নয়, শব্দচিহ্ন দিয়ে জামাত চেনা যায়



প্রিয় বন্ধুরা নব্যরেজাকারদের কতিপয় শব্দচিহ্ন দিচ্ছি সহজেই তাদেরকে চিহ্নিত করতে পারবেন। আসুন তালিকাটাকে আমরা সবাই মিলে বড় করি: ১. যারা মাঠকে ময়দান বলে; ২. যারা মহিলাদেরকে জেনানা বলে ৩. যারা জীবনকে জিন্দেগি বলে ৪. যারা ঘনঘন যুক্তিবাদী হয়ে যায় ৫. যারা ভ্রমনকে বলে সফর ৬. যারা ঘন ঘন হেদায়েত হেদায়েত করে ৭. মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে ৮. যারা যুদ্ধাপরাধীদের আগে বলবে 'তথাকথিত' ৯. ধন্যবাদের বদলে বলে শুকরিয়া ১০. পোশাককে বলে লেবাস ১১. গু-লাম আজমকে বলে প্রফেসর সাহেব ১২. শেখ হাসিনাকে বলে বুবুজান ১৩. রোজাকে বলে রামাদান (উচ্চারণটা গলার ভেতর থেকে) ১৪. জনাব এর বদলে বলে মোহতারাম এবং এর স্ত্রীবাচক মোহতারামা ১৫. নামাজকে বলে সালাত ১৬. সভাপতিকে বলে নায়েবে আমীর ১৭. জামাতকে বলে জামায়াত ১৮. পারতপক্ষে প্রচলিতভাবে খোদা হাফেজ না বলে গলার ভেতর থেকে স্বর মোটা করে বলবে আল্লা হাফিজ (কী পার্থক্য আল্লাই জানেন) ২০. মাননীয় না বলে বলবে, মোহতারাম ২১. মাংশ নয়, জোর করে বলবে, গোশত ২২. সাদা নয়, বলবে সফেদ ২৩. ঘন ঘন যাযাকাল্লাহ খায়ের বলে (মানে কী?) ২৪. সাধ্যকে বলে তৌফিক ২৫. ধর্ষণকে বলে, জেনা ( করেছিল বলেই জোর দিয়ে না করতে চায়)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।