গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
মুখের উপর তিরতিরিয়ে
উঠলো যখন দুব্বাঘাস
একটু খুশি একটু লজ্জা
পুরুষ হওয়ার পূর্বাভাস
ফিনফিনে গোঁফ বড় হলো
একটু হলো কালো
শেভ করাটা ধরতে হবে
লাগবে আরো ভালো
নতুন রেজর নতুন ব্লেড
শেভিং ক্রিমটা বেশ
আফটার শেভ ডললে পরে
গালে শীতল রেশ
প্রথম শেভটা করার পরে
চোরের মতো মুখটা হয়
কে যে কখন দেখে ফেলে
সারাক্ষনই একই ভয়
দিন যায় রাত যায়
ফিনফিনে গোঁফ হায়
শক্ত হয়ে এদিক সেদিক
আরাম করে কাটাই দায়
এক দুই দিন পরে পরে
কাটো গোঁফ দাড়ি
আয়নার সামনেতে
থোতনাটা নাড়ি
রাগটা বেড়ে মাঝে মাঝে
ওঠে তাল গাছে
রেখে দেই দাড়ি গোঁফ
যেকটাই আছে
তাতেও শান্তি নেই
ফেলতে পারিনা শ্বাস
মুখের ম্যাপটা দেখে
লোকে বলে দেবদাস
এই হলো গোঁফ নিয়ে
আজকের পদ্য
ঠিকঠাক না কাটলে
হতে পারে গদ্য।
ছবি কৃতজ্ঞতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।