আমাদের কথা খুঁজে নিন

   

ফতুল্লায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প এলাকায় আজ শুক্রবার পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হন। শ্রমিকেরা পাঁচটি পোশাক কারখানা ভাঙচুর করেন। পুলিশ হামলা ও ভাঙচুরের অভিযোগে ২২ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ জানায়, সাভারে ভবন ধসে শ্রমিক হতাহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল ১০টার দিকে ৩০-৪০ জন শ্রমিক লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন।

এ সময় তাঁরা ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প এলাকার পাঁচটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা বিসিকের ভেতরে সড়কে পরিত্যক্ত কাপড়ে আগুন ধরিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ এ পর্যন্ত ২২ জনকে আটক করেছে।


গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রমিকেরা বিসিকে হামলা চালিয়ে অন্তত অর্ধশত তৈরি পোশাক কারখানা ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.