ফতুল্লার মডেল থানার ওসি আকতার হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ‘দৈনিক মুক্তবাণীর’ আলোকচিত্রী মাহমুদ হাসান কচি ও তার বন্ধু মাসুদ।
গুরুতর আহত কচিকে শহরের খানপুর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কচি ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি।
খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারালো অস্ত্রের আঘাতে কচির মাথায় জখম হয়েছে।
প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হযেছে।
আহত মাসুদের বরাত দিয়ে চিকিৎসক নাজিম জানান, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু রাতে চাষাঢ়ার দিকে আসছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে এবং সঙ্গে থাকা ক্যামেরা, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় বাধা দিলে দৃর্বৃত্তরা দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
ওই আহতাবস্থাতেই কচি ও মাসুদ মোটর সাইকেল চালিয়ে খানপুর হাসপাতালে যান।
লিংকরোডের স্টেডিয়াম এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এর আগে ওই এলাকায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও এলাকাবাসী জানায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।