ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোয়া নয়টায়।
সাত বছরের বেশি সময় পর আবার ওয়ানডে হচ্ছে ফতুল্লায়। ২০০৬ সালের মার্চে কেনিয়া ও এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি করে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কেনিয়ার সঙ্গে দুটি ম্যাচ জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল দুটিতেই।
৩-০ ব্যবধানে জয় ছাড়া অন্য কিছু ভাবতে রাজি নয় বাংলাদেশ।
প্রথম দুটি ম্যাচের ভুল শুধরে শেষ ম্যাচে আরো ভালো খেলে জেতার লক্ষ্যের কথা জানিয়ে গেলেন রোববার দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা মাশরাফি বিন মুর্তজা।
গত মার্চ-এপ্রিল-মে’তে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফর শেষে প্রায় চার মাস ধরে কঠোর অনুশীলনে নিজেদের নিউ জিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করে বাংলাদেশের ক্রিকেটাররা। সেই কষ্টেরই ফল পাচ্ছেন তারা এবার।
এই ম্যাচটি জেতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ জানিয়ে মাশরাফি বলেন, “৩-০ ব্যবধানে জেতা মানে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দেয়া। এতে আত্মবিশ্বাস জন্মায়, যা পরের সিরিজগুলোতে খুব কাজে লাগে।
”
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসতে পারে। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল কিছুটা অসুস্থ। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে স্বাগতিকরা।
একটি পরিবর্তন নিশ্চিত নিউ জিল্যান্ড দলে। পিঠের চোটের কারণে খেলবেন না অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন কাইল মিলস।
ফতুল্লায় এর আগে কখনো না খেললেও সেখানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে খেলা অলরাউন্ডার জ্যাকব ওরামের সঙ্গে কথা বলে কিছুটা ধারণা পেয়েছে নিউ জিল্যান্ড।
দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেইলর বলেন, “ফতুল্লাতে উইকেট খুব মন্থর হবে। সেখানে প্রথম ইনিংসের গড় ১৮০ বা তার কাছাকাছি আর দ্বিতীয় ইনিংসের গড় ১৪০ এর কাছাকাছি। ”
বাংলাদেশের বিপক্ষে টানা ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে মরিয়া নিউ জিল্যান্ডের সাবেক এই অধিনায়ক মনে করেন, টসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।