নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে কাঠের পুল এলাকার টাইম সোয়েটার ও মাইক্রো ফাইবার কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। আশপাশের বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়ে শ্রমিকরা সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। জবাবে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও শর্ট গানের গুলিছোঁড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।