নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় আবদুল হক ওরফে হক্কা নামে এক সন্ত্রাসীর নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন নিহত সামছুল আলমের (৬০) স্বজনরা।
আজ সকালে এ ঘটনা ঘটে।
নিহত সামছুল আলম ফতুল্লার দেলপাড়া নূরবাগ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। অবসরপ্রাপ্ত চাকরিজীবী সামছুল আলম ওই এলাকার সমাজ মাতব্বর ছিলেন বলে জানান এলাকাবাসী।
নিহতের পরিবারকে মামলা করতে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তারা।
নিহতের স্বজনরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে নূরবাগ এলাকায় হক্কার নেতৃত্বে বাচ্চু, দেলু, তৈয়ব আলীসহ একদল সন্ত্রাসী সামছুল আলমকে এলোপাথারিভাবে পিটুনি দেয়। পরে গুরুতর আহতাবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজুলল হক তালুকদার সাংবাদিকদের জানান, আব্দুল হক ও তার সহযোগীদের মারধরের কারণে সামছুল মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।