আমাদের কথা খুঁজে নিন

   

ফতুল্লায় সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষে যুবদল-ছাত্রদলের অন্তত ১০ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সকাল পৌনে আটটার দিকে ফতুল্লা থানা ছাত্রদল-যুবদলের কর্মীরা অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিলের নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম সেন্টু। মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। এসময় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

প্রায় আধাঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবারবুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। বুলেটে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি মনিরুল ইসলাম সেন্টুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.