আমাদের কথা খুঁজে নিন

   

সরকার ঝোলায়নি, টাকাও দেবে না: তথ্যমন্ত্রী

বিলবোর্ড নিয়ে ধোঁয়াশা কাটছে না। সরকারের উন্নয়ন কর্মসূচীর ব্যানারগুলো বিলবোর্ড থেকে ধীরে ধীরে সরে গেলেও বিলবোর্ড মালিকেরা এখনও টাকা-পয়সা পাননি। আদৌ পাবেন কী না তা-ও তাঁরা বলতে পারছেন না। কে এই টাকা পরিশোধ করবেন তা এখনও অজানা।

গত সোমবার আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, বিলবোর্ড মালিকদের সঙ্গে এক সপ্তাহর চুক্তি ছিল।

চুক্তি শেষ বলে বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বলা হয় সরকার উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য বিলবোর্ড ভাড়া নিয়েছিল। টাকা-পয়সা মিটিয়ে দেওয়া হবে।

এ দিকে আজ বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রথম আলো ডট কম কে বলেছেন, ‘বিলবোর্ড তো আমাদের মন্ত্রণালয় ঝোলায়নি। প্রশাসন, সরকার তো তোলেনি।

কাজেই টাকা পয়সাও আমরা দেব না’। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতর বিভিন্ন পদ্ধতিতে এ কাজ করে থাকে। তবে আজ হাছান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.