মিশরের অন্তর্বর্তী সরকার দেশেটিতে জরুরি অবস্থা জারি করেছে। স্থানীয় সময় বিকেল চারটায় জারি করা এই জরুরি অবস্থা আগামী একমাস পর্যন্ত বলবৎ থাকবে।বিবিসি জানায়, আজ দেশটিতে মুরসির সমর্থকদের হঠাতে বিশেষ অভিযান চালানোর পর জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হয়।ক্যাম্প আন নাহদা এবং ক্যাম্প রাবায় চালানো এই বিশেষ অভিযানে ৯৫জন নিহত হয়েছে বলে নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে জানায় বিবিসি। তবে ব্রাদারহুডের পক্ষ থেকে শতাধিক নিহতের দাবি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।