আমাদের কথা খুঁজে নিন

   

মিসরে মৃতের সংখ্যা ৫২৫

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ক্যাম্পে অভিযান চালানোয় দেশব্যাপী সহিংসতায় মৃতের সংখ্যা অন্তত ৫২৫ জনে দাড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৫৭২ জন। মিসরের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, এ হামলায় অন্তত ৪৩ পুলিশ সদস্য নিহত হয়েছে।

বুধবার শুরু হওয়া এ অভিযানে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। অপরদিকে জরুরী অবস্থা জারি করার কারণে দুঃখ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হাজেম এল বেবলাওয়ি এক টেলিভিশন বার্তায় বলেছেন, যত শীঘ্রই সম্ভব জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। তিনি আরও বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছিল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.