মিসরের দক্ষিণাঞ্চলে দু'টি গোত্রের মধ্যে চলমান দাঙ্গার দ্বিতীয় দিনে ১৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে মোট ২৩ জন মারা গেলেন।
দাঙ্গায় এ পর্যন্ত ৩১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বেশ কয়েকটি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বিবিসি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, আরব বানি হিলাল গোত্র ও একটি নুইবিয়ান পরিবারের মধ্যে সংগঠিত দাঙ্গা বন্ধে তারা পদক্ষেপ নেবে। গত শুক্রবার বিকেলে শুরু হওয়া ওই দাঙ্গার পর শনিবার উভয় পক্ষের নেতারা একটি বৈঠক করলেও কোনো মীমাংসা হয়নি।
এদিকে, সহিংসতার ঘটনায় রবিবার ওই অঞ্চলের ১৭টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।