আমাদের কথা খুঁজে নিন

   

.....সংসারের টুকিটাকি সমস্যা ও সহজ সমাধান.....২

স্বপ্ন দেখব বলে, আমি দু'চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি....
ঘর গেরস্থলীর বিভিন্ন কাজে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আর এই সমস্যা গুলোর সমাধান কিভাবে কর যায় তা নিয়েই আমার এই লেখা। আশা করি আপনারা নি:সন্দেহে উপকৃত হবেন... *বাসনকোসনে কোন কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে। *চিনেমাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহযেই পরিষ্কার করা যায়। *নারকেল ভাংগার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দু'ভাগে ভেঙে যাবে।

*সেদ্ধ দিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চায়লে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। *পাটালী গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন। *আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন। *ঘি-এ সামান্য লবণ মিশি্যে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। *বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামুচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।

*অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য ১৫মিনিট গরম পানিত ভিজিয়ে রাখুন। *রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। অপেক্ষায় থাকুন (যদি ভালো লাগে) আরও টিপস আসবে.... .....সংসারের টুকিটাকি সমস্যা ও সহজ সমাধান.....১
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.