এ-মন একবারই ছুঁয়ে যেতে পারে কেউ...
তারপর ঋতুরাজ বসন্তের মতো ফিরে যাবে
পুরনো শহরে, বুড়িগঙ্গার শীতল জল
নিভূতে বিসর্জন দিবে বিনব্যাগ ভর্তি শুকনো
কদমফুল, বুকবন্দি শাদা চন্দনের আফিম
পাখি শিকারীর মতো সভ্যতার চাদর জড়িয়ে
ধনুক দিয়ে হত্যা করবে এক বিকেলের
দু’ফোটা অশ্রু অসংখ্য নুড়ীপাথরের কণা
আমি তো কেবল পরিচর্চা করি ফুলদানিতে সাজানো
ছোট ছোট জুঁই ফুলের নিঝুম রাত
এক কাপ কফি হাতে নিমগ্ন হই
লুডু খেলি মেঘেদের সাথে
আকাশে শব্দের ভাঙা গড়া দেখি আশ্চর্য হই
দীর্ঘশ্বাস ফেলি অতি-নিরবে
হোলি খেলার মাঠ অসংখ্য মাংসের ছড়াছড়ি
ভয় চৌদিক কম্পিত করে, কালো সাপের মতো
অন্ধকার ঘনিয়ে আসে ইষ্টহ্যামের বারান্দায়...
কাঁচ ভাঙার শব্দ সবাই শোনে
কপাল ভাঙার শব্দ কেউ শোনে না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।