লজ্জাহীন চোখে তাকিয়ে ছিলাম
রূপের আগুনে তোমার সৌন্দর্য
গলে গলে পড়ছিলো শাদা মোমের মতো
আমার নির্লজ্জ চোখ অবাক হয়ে দেখছিলো
কয়লা রঙা চোখের চাতক চাহনি
ওই চোখেই যেনো আত্মসমর্পণ করছিলো
সেদিনের সন্ধ্যার সব কলঙ্কিত আঁধার
তোমার তাচ্ছিল্যের দৃষ্টি তৃষ্ট করে নি আমায়
রুষ্টও করে নি বিন্দুমাত্র
এমন রূপসঞ্চারিনীর অহংকারই যেনো অলংকার
দেমাগই যেনো কানে ঝুলানো হীরের দুল
ওই দৃষ্টি প্রভায় আমার বুকে উদিত হয়েছিলো
লাল রঙা একটা আস্ত ভোরের সূর্য
তোমার অনাহুত মৃদু হাসিতে
মরে গিয়েছিলো মনের রাশি রাশি দুঃখ
পালিয়ে গিয়েছিলো লজ্জার পোকারা
দৃষ্টি বিসর্জন দিয়েছিলাম তাই বিনা দ্বিধাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।