আমাদের কথা খুঁজে নিন

   

বিসর্জন

পাখি পর্ব চলছে

রৌদ্র 'করোটিতে' আঘাত হানে চন্দন সাজানো বিছানায় শুয়ে থাকি পদতলে আগুন। জলপাত্র হাতে অনাগত সন্তান দাঁড়িয়ে থাকে গর্ভ গৃহে। স্ফীতদর নারীটির দিকে চেয়ে থাকি। চন্দন আগুন জ্বলে ওঠে চারিদিকে লাল নীল জোছনার মতো। এসো না পুত্র! তপ্ত পৃথিবী একমুঠো জলের জন্য ব্যাকুল নয়- কলস কলস মানব গন্ধী জল নিয়ে ছুটে আসবে দমকল। সেই ভালো ন্যাপকিন অথবা জীর্ন অন্তর্বাসের মত ছুঁড়ে দিই ডাস্টবিনে তোমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।