আমাদের কথা খুঁজে নিন

   

বিসর্জন

আহমাদ ইউসুফ

আকাশের খুব ভাল বন্ধু আবির। ছোটবেলা থেকেই দুজনের গলায় গলায় ভাব। কালের আবর্তে এতটুকু ম্লান হয়নি সে বন্ধুত্ব। তবুও ইদানীং মন ভাল নেই আবিরের, কারন আকাশ। আকাশের কেমন যেন বিরক্তি ধরে গেছে।

আবিরটা যে কিনা ? সারান মুখ গোমড়া করে রাখবে। কিছু জিজ্ঞেস করলে জবাব দিতে চায়না । সমস্যাটি কি ভেবে পায় না আকাশ। জলির সাথো প্রায়ই দেখা হয় আকাশের । এড়ানোর চেষ্টা করে ও।

তবুও সামনা সামনি পড়ে যায় মাঝেমধ্যে । দায়সারা জবাব দিয়ে কেটে পড়ে আকাশ । পাছে আবির কিছু ভেবে বসে। অকাশ আবির দুজনকেই ভাললাগে জলির। তবে আকাশের প্রতি ভাললাগার মাত্রাটা সামান্য বেশি।

বলি বলি করেও শেষ পর্যন্ত কথাটা বলা হয়নি আকাশকে। পাছে আবির কষ্ট পায়। নষ্ট হয় বন্ধুত্ব। আবির চায়না আকাশ আর জলির মাঝে বাধা হয়ে দাড়াতে। তাইতো সরে দাড়ানোর যোগাড় হয় আবির।

ডিপার্চার লাউঞ্জে আকাশের হাতে জলিকে তুলে দেয় আবির। চমকে ওঠে আকাশ। আফসোস আবির জানতেও পারল না আকাশের মনের খবর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।