আমাদের কথা খুঁজে নিন

   

বিসর্জন

আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........

বুকের রক্তে ভেজা একটি গোলাপ কুড়ি যেদিন তাকে পেয়েছিল মনে হলো যেন স্বর্গ পেলাম আর যেদিন তাকে হারালাম সেদিন যেন মনে হলো আমার আপন সত্তাকে বিসর্জন দিলাম কুড়িকে বিকশিত হতে না দিয়েই তাকে আমি করেছি ছিন্ন, রক্তের গাঢ় রাতুল স্রোতে স্রোতস্বীনী নদীর মত আমাকে ভাসিয়েছি তবুও তাকে বিকশিত করিনি। তাকে বড়ই ভালোবাসি আর তাই তার সৌন্দর্য্যকে প্রকাশিত করবার ভয়ে ভুলেছি তাকে, শান্ত প্রকৃতির সজীব হাওয়ায় আজও আমি তাকে মনে করি, তবুও তাকে কখনও খুজিনি আমি তাকে যে আমি রেখেছি আমার হৃদয়ের অলিন্দে পাই নি তাকে,হারিয়েছি তাকে তবুও ভালোবাসি তাকে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।