ভালোকে আমার ভয়,ভালো বেশীদিন থাকবেনা... মন্দকে আমার ভয়, কেননা আমি দুর্বল, আঘাত সইতে পারবোনা... সাফল্যকে আমার ভয়, ব্যর্থতাকেও ভয়... নিরন্তর ব্যস্ততার মহাকালে আমার করণীয় কিছুই নেই... যোগ্যের পৃথিবীতে আমি অযোগ্য, অধম... অব্যক্ত কান্না সঙ্গী করে জেগে থাকা নির্ঘুম এক রাতে; হাজার বছর ধরে বিন্দু বিন্দু করে জমতে থাকা তীক্ষ্ণ সংকোচ ভেঙে দিয়ে তুমি ছুঁয়েছিলে; বলেছিলেঃ চলো, স্বপ্ন দেখি। অশ্রুরা সেদিন কাঁদতে কাঁদতে বিসর্জন দিয়েছিল নিজেদের স্থায়ী সিংহাসন; ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে নাম জানা না জানা কতো ভালবাসার স্বতঃস্ফূর্ত বসবাস; বিন্দু থেকে অতল জলরাশির মতো... ভেবেছিলাম, এইতো হয়ে গেলো জীবনের মানে; মিছিমিছি মহামানবী হতে যাবো কেন যদি ভালবেসে হই অমর; এগিয়ে যায় দিনপঞ্জিকার একটি একটি সংখ্যা; মস্তিস্কে অস্থির ভালোলাগার কিছু মায়াময় অবয়ব... রঙিন আলপনার আঁকিবুঁকি ছড়িয়ে থাকে সমগ্র চিত্তে... তারপর কি হল? তারপর?? তারপর.. সেই অপ্রকিতস্থ পুরুষ এঁটে দিলো তার কপাট; লিপিবদ্ধ হতে থাকা ইতিহাসে মুছনি বোলাতে লেগে গেল; অজান্তে; তার জানালায় সকাল ঠিকই হল; দুপুর; সন্ধ্যা; রাত; আমার ঘরে থমকে গেল আকাশ; যে চোখ রাজ্যের সব বিস্ময় মিলিয়ে অবাক মুগ্ধতায় জপে যেতঃ ভালবাসি... আজ সেই চোখে উপহাস; দেবীকে আর পূজারী পূজা দেয়না; রাক্ষসী নাম হয়েছে তার; আচ্ছা, জানোয়ার কি ভালবাসতে জানে? ভালবেসে কেউ পশু হয়?? আমার অক্ষরেখায় চারপাশে অনেক নতুন গ্রহের আবিষ্কার করেছে সে; বিজ্ঞানী যত্ন করে নাম দিয়েছে - 'জেদ', 'জল্লাদ'; সেই দুটি চোখের প্রবল পুঞ্জীভূত আক্রোশে আমি নীরিক্ষিত; পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষিত; আজকাল বাগানে ফুল ফোটে, পাখি ডাকে, শুধু আমার গানের শ্রোতা নেই; আত্মধিক্কার প্রতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়েছে সুতীব্র ঘৃণা আর লজ্জাহীন পাগলামি; নিয়তি সাধ্যের অতীত; আমি বলিনি, চলো স্বপ্ন দেখি; আমি বলেছিঃ এসো, তোমার স্বপ্ন রাঙাই; সেই আমি... এই হতোদ্যম শান্ত সীমাহীন আমি কাঁদিনা; বারান্দায় বসে নির্লজ্জের মতো কষ্টের সাথে দাবা খেলায় মাতি; দক্ষ খেলুড়ের মতো প্রেমকে শক্ত মুঠোয় ধরে জীবনের দর্শন সাজাইঃ প্রতিটি সত্তা ভিন্ন; I confess...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।