সকালবেলায় আমার শরীর একটা অলিভ গাছের গন্ধে ভরে থাকে
তারকিছু সময় পরে আমার উলংগ দেহের ভাজে
কে যেন রেখে যায় কয়েকহাজার বছর আগে মরে যাওয়া
একটা নাইটিঙ্গেল পাখির পালক,
আমার পাজর গান হতে থাকে সেই পালকের কণ্ঠে
আর তার ঠোঁট আমার খুলিতে ঠোকর মেরে মেরে বের করে আনে
আমার অসম্ভাব্য মানবিক ডানা।
মধ্যান্নে একটা অচেনা আগন্তুক সুর্য
আমার করোটিতে হাতড়ে ফেরে তার হারানো গন্ধ
আমি সুর্যের প্রসুতিহীন রোদের গন্ধ হয়ে যেতে থাকি।
দুপুরে আমার চোখের ভেতর নুড়ি খুজে ফেরে উদগ্র আমাজন
আমি সে নদীর বন্য স্রোত গুলোকে মুখস্ত করে
তারপর আমার হাড়ের উপর জমে থাকা
কান্নার ফোটাগুলোকে নদীর রুপ দিই।
বিকেলে আমার দেহ দিয়ে একটা সানফ্লাওয়ার এর ঘ্রাণ বের হতে থাকে
অথবা তোমার হয়তো শুকেই দেখনি, কিউবার কোন নির্জন মাঠে
সুর্যাস্তের সময় একটা সুর্যমুখী ফুলের থেকে আমার দেহের গন্ধ বের হয়।
আর সন্ধ্যায় আমি যখন অনেক ক্লাব হাউজের রঙ্গীন আলোয় আধাঁরিত
তখন আমার শরীরে জ্বলে উঠেছে অজস্র তারা
আমি রাতকে এবার একটা অরণ্যের দেহে খুজে পেলাম
আর আমার শরীর দিয়ে একটা পশুর লোমশ গন্ধ বের হচ্ছে
আমার ডেনিম জিন্স্ , টি শার্টে ঢাকা আর অজস্র ধর্মগ্রন্থের
পৃষ্ঠা দিয়ে বানানো জাঙ্গিয়ার ভেতরে ঢাকা নিম্নাংগের বালের ভেতর থেকে
কোনদিনো শিকার করা যাবে না এমন এক পশুর উটকো গন্ধ আসছে
দক্ষিণ সাগরের বাতাসে ঢেলে দাও পৃথিবীর সব নারীর দেহের প্রিয় ডিওড্রান্ট
আমার পশুর গন্ধ তবু আজ দখল করে নেবে
সমস্ত শহরের ঝুলানো বারান্দার ইজিচেয়ার
কারণ এই গন্ধ আমি অরন্য থেকে এনেছি
আমি যাকে ছেড়ে যাবো কিন্তু সে আমাকে ছেড়ে যাবার নয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।