মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
ব্রিটিশবিরোধী বিপ্লবী লীলা নাগ জন্মেছিলনে ১৯০০ সালের ২১ অক্টোবর। আসামের গোয়ালপাড়ায়। বাবা গিরীশচন্দ্র নাগ। ১৯২১ সালে তিনি কলকাতার বেথুন কলেজ থেকে বি.এ মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।
ওই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে এমএ ভর্তি হন। ১৯২৩ সালে তিনি এমএ ডিগ্রী অর্জন করেন। তিনিই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমএ ডিগ্রীধারী। নারীশিক্ষা বিস্তারে তিনি বিশেষ ভুমিকা রাখেন। তিনি ঢাকার আরমানীটোলা বালিকা বিদ্যালয়, কামরুন্নেসা গার্লস হাই স্কুল এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় (তৎকালীন নারীশিক্ষা মন্দির) প্রতিষ্ঠা করেন।
ভারতেও তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য নিবিড়ভাবে কাজ করেছেন। এজন্য কয়েকবার তাঁকে কারা বরণ যেতে হয়। তিনি মহিলা সমাজে মুখপাত্র হিসেবে “জয়শ্রী” নামে একটি পত্রিকা বের করতেন। ১৯৭০ সালের ১১ জুন তিনি মারা যান।
http://www.biplobiderkotha.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।