আহসান জামান
বাইরে বৃষ্টি, অশ্রুর সমান জল
তুমিতো রাখোনি কোনো হাত,
আমিতো শূন্যতা ধরে আছি।
যতবার আকাশের নীল খুঁজি
মেঘের পালকে ঢাকে, আমার অপলক চোখ;
বৃষ্টিজলে ভেজে। তোমার আড়ালে রোদ্দুর;
এধারে বিছানো আছে এক অন্ধকারের চাদর।
ইচ্ছেনদীর জল উড়িয়ে তুফান,
ইচ্ছে করেই ভুলতে পারা সহজ;
আমার মতো কে পড়েছে তোমার!
চোখের পলক, পায়ের নুপূর, হাতের চূড়ির কাঁকন।
আমার ঘরে সান্ধ্যাকালীন আঁধার; তোমার ওদিক গরম কফির সকাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।