আমাদের কথা খুঁজে নিন

   

ফটোওয়াক কিংবা পূজো মন্ডপ পরিদর্শন (পর্ব ২)

www.cameraman-blog.com/

শাখারী বাজার খূবই সরু একটা গলি। গলির মাঝেই বাঁশ আর কাঠ দিয়ে ৬/৭ ফিট উচু পাটাতন তৈরী করা হয়েছে। নিচ দিয়ে লোকজন মাথা নিচু করে পারাপার হচ্ছে আর পাটাতনের উপরে তৈরী করা হয়েছে মন্ডপ। সেখানেই স্থাপন করা হয়েছে দেবী দূর্গার প্রতিমা। মাঝামাঝি জায়গায় সরু করে একটা সিড়ি রাখা হয়েছে, পূজারীরা উপরে উঠে পূজা দিচ্ছেন।

শাখারী বাজারে প্রতি এক-দেড়শ গজ পরপরই এরকম পূজা মন্ডপ। তাঁতী বাজারে সংখ্যাটা একটু কম। কোন মন্ডপে হয়তো পূরোহিত মনত্র পাঠ করছেন তো পরের মন্ডপেই বাজছে হিন্দি গান। এটা আমার কাছে একটু অড লেগেছে। ছোটবেলায় ময়মনসিংহে যেসব পূজা দেখেছি সেখানে সবসময়ই নানারকম ভক্তিমূলক গান বাজতে দেখেছি আর সন্ধ্যার পর আরতি সহ হতো সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফটোওয়াক কিংবা পূজো মন্ডপ পরিদর্শন (পর্ব ১) রমনা কালী মন্দির শাঁখারী বাজারের একটি পূজা মন্ডপ ঢাকেশ্বরী মন্দিরের দূর্গা প্রতিমা শিব মন্দির @ ঢাকেশ্বরী অ্যানথ্রাক্সের কারণেই কি মাংসের দোকানে ছিলা মুরগী ? পূরান ঢাকার আরেক ঐতিহ্য - বিরিয়ানীর দোকান চটপটি কুটিরশিল্প ঈদ কিংবা পূজো - আনন্দ তো বাচ্চাদেরই না ফোটা পদ্ম মুরালী - কোনটা নিবেন ? আগামীর নায়ক পূরান ঢাকার ট্রাফিক জ্যাম ভ্যান ভ্রমন ভ্যান ভ্রমন ভ্যান ভ্রমন ঢাকেশ্বরী মন্দিরের ভিতর ব্লগারদের একাংশ গব্বর সিং (বৃত্তবন্দীর তোলা) ------------------------------------------------------------------------------ উইকিপিডিয়ায় কিছু ছবি পাঠিয়েছিলাম .. হ্যান্ডিক্র্যাফটস ঢাকেশ্বরী মন্দিরে দূর্গা পূজা শিব মন্দির রমনা কালী মন্দিরের গেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।