আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট মাঠে এর চেয়ে খারাপ সময় আর কখনোই পার করিনি::ড্যানিয়েল ভেট্টোরি

তক

সিরিজ হেরেছেন আগেই। তাই শেষ ম্যাচটা জিতে কিছুটাও হলে মান বাঁচাতে চেয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। কিন্তু রোববারও দল হেরে যাওয়ায় যারপরনাই হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, তিনি তার তিন রানে হেরে যাওয়ার জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করলেন ভেট্টোরি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''বোলাররা দুর্দান্ত বল করেছিল।

বাংলাদেশকে ১৭৪ রানে আটকে দেয়ার পর জেতা উচিত ছিল আমাদের। কিন্তু ব্যাটসম্যানরা সেই কাজ করতে পারেনি। '' ২০ রান তুলতেই ৫ উইকেট হারানোর পর ম্যাচ জেতা যায় না। তারপরও লড়েছেন ভেট্টোরি। খেলেছেন ৪৩ রানের ধৈর্য্যশীল একটা ইনিংস।

কিন্তু দলকে জেতাতে না পারায় হতাশ অধিনায়ক বলেন, ''এটা সত্যিই হতাশার। ক্রিকেট মাঠে এর চেয়ে খারাপ সময় আর কখনোই পার করিনি। '' পাঁচ ম্যাচের এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের আবহাওয়াকেও প্রতিপক্ষ হিসেবে দেখেছিলেন ভেট্টোরি। তবে হোয়াইটওয়াশ হওয়ার পর সেই অজুহাত আর তিনি দেননি। ভেট্টোরি বলেন, ''না, আবহাওয়াকে দোষ দিয়ে লাভ নেই।

আসলে আমরাই ভালো খেলতে পারিনি। '' পাশাপাশি কিউই অধিনায়ক বাংলাদেশের খুব প্রশংসা করেন। তিনি বলেন, ''পুরো সিরিজেই বাংলাদেশ আমাদের চেয়ে ভালো খেলেছে। বাংলাদেশ গর্ব করতেই পারে। '' সিরিজ সেরা সাকিব আল হাসানের প্রশংসাও করলেন ভেট্টোরি।

তিনি বলেন, ''অধিনায়ক সাকিব পুরো সিরিজেই অসাধারণ খেলেছেন। '' আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে এই উপমহাদেশে। তাই এই সফরকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ধরে নিয়েছিল কিউইরা। কিন্তু হোয়াইটওয়াশ হওয়ার পর ভেট্টোরি কি উদ্বিগ্ন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যদি এই সিরিজের দিকে তাকাই তাহলে চিন্তা জাগে। কিন্তু আশা করছি, এই অভিজ্ঞতা আগামী বছর কাজে লাগবে।

আমরা তখন ঠিকই ঘুরে দাঁড়াবো। ''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.