মানবতাই ধর্ম !
আমার বাড়ির পাশের উঠানে জোনাকী জ্বলজ্বল করে।
আর তারারা মিটিমিটি জ্বলে আকাশে।
রাত যতো বাড়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো ততোই বাড়ে।
কুকুরের গর্জন আরও বেশী কর্কশ লাগে।
হালকা হিমেল বাতাসে শরীরে ঠান্ডা অনুভূতি জাগে।
আকাশটায় চাঁদ না থাকলে মনে হয় অন্ধকার কুয়া।
ঐ কুয়ার পানিতে পড়লে আমার আর রক্ষা নাই,
তাই চাঁদ না থাকলে আমি আর আকাশে তাকাই না।
যখন পূর্ণিমা থাকে আমার বাড়ির পাশের উঠানের ঘাসগুলোয় মনে হয় কেউ আলো মাখিয়ে দেয়।
ঘাসগুলো দিনে স্নান না করে পূর্ণিমার রাতে স্নান করে।
হঠাৎ দূরে কোথাও পেঁচার গম্ভীর ডাক শুনি।
মনে পড়ে যায় ক্যাম্পাসে শোনা শেয়ালের ডাকের কথা।
রাতের আলো আঁধারির খেলার রহস্যে আমি হারাই আমার মাঝে,
কখনোবা খেয়ালের ফাঁদে কানে আসে আজানের ধ্বনি,বুঝি ঘুমানোর সময় এসেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।