আমাদের কথা খুঁজে নিন

   

নিশাচর স্বপ্নলেখ।

ইমরোজ

আমাকে ওরা চোর বলে, দুটো গোলাপ ছিড়েছিলাম তাই। একটি স্বপ্ন দেখেছিলাম। আমাকে ওরা দোষি বলে, পাড়ার অন্ধকারটাকে ভালবাসার দ্বায়ে, যখন নিশাচর ছিলাম। আমাকে দংশন করে সভ্যতর সাপ। আমি বাঁধনে থেকে অভ্যস্ত, তবে চুরি করে নই, আমি নিশাচরের পায়েচারি শুনি, তবু বলি না। আমাকে যখন বিপদের কাছে একটি প্রদীপ জ্বেলে বলেছিলো কেউ, "তুমি একা নও, তোমার সাথে যাব আমরাও", আমি চোর হয়েই গেলাম, হাজার হৃদয় চুরির দ্বায়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।