"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" আমি না হয় পাগল হব তুমি বিনে একলা রব একলা ভেলায় ভেসে যাব বাঁধব বালুর ঘর। না হয় আমি পথিক হব পথে পথে প্রেম বিলাব রাতপরীদের স্পর্শ নেব হব নিশাচর। আর না হলে সংসারী হব প্রিয়ার চোখে চোখ লুকাব তার চোখেতে ডুবে যাব সেথায় রব চিরন্তর। তবু আমি আর কারো কষ্ট হব না।। উৎসর্গঃ কান্ডারী অথর্ব ভাইকে। তার অনুপ্রেরণায় আবার নতুন করে কবিতা লেখার এই ক্ষুদ্র প্রয়াস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।