আমাদের কথা খুঁজে নিন

   

নিশাচর পাখি

ভালো লাগে লিখতে তাই লিখি..............

রাত ভোর জেগে থাকে আমার দু-আঁখি রাত জাগা আমি এক নিশাচর পাখি , নিরিবিলি চুপচাপ বসে থাকি একা চুপিচুপি চলে বুকে স্বপ্ন আঁকা । নিস্তদ্ধ পৃথিবীর রূপ দেখি আমি দেখি চাঁদ, তারা, মেঘ চলমান মনের কথা গান গেয়ে শুনাই না শুনলে পরে করি অভিমান। সারা রাত চলে আমার তারাদের সাথে মিষ্টি কথন ওরাও আমায় ভালবেসে করে আদর যতন। ধীরে ধীরে সকাল হয় ছুঁয়ে যায় ভোরের মৃদু হাওয়া চোখ মেলে দেখি আমি ডালে ডালে পাখিদের আসা যাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।