আমাদের কথা খুঁজে নিন

   

নিভৃত নিশাচর

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

নিভৃত নিশাচরের মতো আমিও রাত্রি চাই। রাত্রির নিকষ অন্ধকারে পথে-উপপথে, অলিতে-গলিতে ঘুরে বেড়াই। ভুলে যেতে চাই আপন অস্তিত্ব, নিজেকে নিজেই পদদলিত করে যাই বারবার। চাকচিক্যময় এ সভ্য সমাজে আমি এক অসভ্য, উদ্ভ্রান্ত নিশাচর। সোডিয়ামের আলোয় চেয়ে দেখি আমি একাকী- ল্যাম্পপোস্টের নীচে দাড়াঁনো আমার শব। উদাস চোখে চেয়ে রয় নক্ষত্ররা, শুনতে পায় না অস্ফুট কান্না রব। ক্লান্ত পায়ে আমি বয়ে চলি দেহরূপ শবটাকে, নিয়ে চলি নরম বিছানা পাতা শ্মশানে, সূর্যের আলোয় অজস্র শকুনি ব্যবচ্ছেদ করে চলে সেই জীবন্মৃতের সবখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।