আমাদের কথা খুঁজে নিন

   

সোভিয়েত পরবর্তী রাশিয়ান সিনেমার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ...the return(২০০৩)

মন বসে না পড়ার টেবিলে

যারা andrei tarkovski এর নাম শুনেছেন তাদের রাশিয়ান সিনেমা সম্পর্কে বেশ ভালো ধারণা থাকবে আশাকরি।কিন্তু যারা এর আগে কখনো রাশিয়ান সিনেমা দেখেন নাই তাদেন জন্য starter হিসেবে একটা মুভি recommend করতেসি। The Return (Vozvrashcheniye) ২০০৩ সালের Andrey Zvyagintsev (ডিরেক্টর এর নাম উচ্চারণ করতে ব্যর্থ হলে আমি দায়ী নই) পরিচালিত সিনেমা । ভেনিস ফিল্ম ফেস্টিভাল এ এই ছবিটি গোল্ডেন লায়ন জিতে নিয়েছিল। ছবির কাহিনী শুরু হয় যখন দুই কিশোরের বাবা অনেকদিন পর ফিরে আসে এবং তাদের নিয়ে একটি দ্বীপে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হয়। এক সপ্তাহের এক ভ্রমণ এবং জীবনের বাঁকে আসে পরিবর্তন। মুভির IMDb rating 8.1 IMDb link অসাধারণ অভিনয় , আমার দেখা অন্যতম সেরা সিনেমাটোগ্রাফি, ক্যামেরার চৌকস কাজ এবং দুর্দান্ত পরিচালনা। ভালো না লাগলে পয়সা ফেরত। যারা টরেন্ট নামাইতে চান তাদের জন্য পাইরেট বে'র লিন্ক দিলাম...প্রিন্ট খুব ভাল। Torrent link of "The Return"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.