আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল
প্রিয়তামা! অনেক লাশের সপ্ন দেখছি আজো
তবু আমাদের সুখ সঙ্গম, ভালোবাসা ফিরে আসে।
আমরা হয়তো রুশ বিপ্লবে সমর সঙ্গী ছিলাম।
নিস্বঃ আমরা, আমাদের শুধু সোভিয়েত ভালোবাসা।
গৃহযুদ্ধের শেষে, আমরা হয়তো দেহের প্রয়োজনে
নিজেদের ঠোটে বুলেট প্রমাণ চিনহ রেখেছিলাম।
আমর এবার সিফন শাড়ির সেফটিপিনে খেয়াল
আমার ক্ষতি এতোটুকুই, তোমার স্পর্শে বাঁচি।
আমাদের সৃতি যুদ্ধ শেষে বায়নেটে ছিলো রক্ত।
আমার ক্ষতি এতোটুকুই, তোমার ব্যথায় বাঁচি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।