বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময় পাকিসত্দানি হানাদার বাহিনী তাদের আত্মসমর্পণকালে চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করার ষড়যন্ত্রে কর্ণফুলী নদীর মোহনায় প্রচুর শক্তিশালী মাইন পুঁতে রাখে এবং নদীর চ্যানেলে বেশকিছু জাহাজ ডুবিয়ে দেয়। ফলে স্বাধীনতার পর উক্ত চ্যানেলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। নদীতে পুঁতে রাখা এইসব শক্তিশালী মাইন ও নিমজ্জিত জাহাজ অপসারণকালে 1972 সালের 22 মার্চ বাংলাদেশ সরকার ও সোভিয়েত সরকারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী সোভিয়েতের একটি উদ্ধারকারী দল বাংলাদেশে আসে এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা নদী থেকে মাইন অপসারণে নিয়োজিত হন।
সে সময় এক মর্মানত্দিক দুর্ঘটনায় সোভিয়েত রাশিয়ার বীর নৌসেনা ইউভি রেডকিন নিহত হলে তাকে কর্ণফুলী নদীর মোহনা নিকটবতর্ী নেভাল একাডেমি এলাকায় সমাধিস্থ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে গত 18 ডিসেম্বর চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ওয়ার্ড কমিশনার মোঃ জাবেদ নজর"ল ইসলাম সোভিয়েত নাবিক ইউবি রেডকিনের সমাধিস্থলে পুষ্পসত্দবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
সিটি মেয়রের পক্ষে শ্রদ্ধাঞ্জলির পর রাশিয়ান দূতাবাসের পক্ষে কনসু্যল জেনারেল অলিগ এন আভদিয়েভও শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে নেভাল একাডেমির ক্যাপ্টেন এম এম রাজীব, কমান্ডার সামশুল আলম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোসত্দাফা কামালউদ্দিন, সচিব মোঃ ইমতিয়াজ হোসেন চৌধুরী ও রাশিয়ান কনসু্যল জেনারেল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে রাশিয়ান নাবিকের এই আত্মত্যাগকে গভীরভাবে স্মরণ করা হয়।
বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার অকুণ্ঠ সমর্থনের পাশাপাশি তাদের বীরসেনানীরা জীবন দিয়ে প্রমাণ করেছেন তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের সহযোদ্ধা এবং জনগণের অকৃত্রিম
বন্ধু। রাশিয়ার কনসু্যল জেনারেল অলিগ এন আভদিয়েভ নিহত নাবিকের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সিটি মেয়রের প্রতি ধন্যবাদ জানান এবং বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।