আমি মোটামুটি ভালো কিন্তু সুখি নই।তছারা,হতাশা,একাকিত্ব,স্বপ্ন এগুলো নিয়ে থকি। আমার জীবনের কাঙ্খিত মানুষের পথ পানে বসে আছি জানি সে কখনো আসবেনা তবুও.....................
জীবনের ছন্দ যেন মুখরিত আনন্দ,
জীবনের স্বপ্ন যেন সৃষ্টির ভাংগন
জীবনের প্রাপ্তি যেন আলোছায়া ।
জীবনের কষ্ট যেন তুমিহীনা সারাবেলা।
আলোছায়ার মাঝেই যেন তুমি
আছ এই অন্তরে
আমার সব কষ্ট দূর হয়ে যায়
মেঘহীন আকাশের মত।
স্বপ্নে যে প্রেমের অনির্বান,
জ্বাললে তুমি
তাকে হৃদয়ে বেধেঁই আমি এত সাহসী
ফাঙ্গুনের কোকিলের গান গাওয়া দেখে
আকাশের মেঘের রং দেখে,
ঘরের প্রদীপ জ্বলিয়েছি।
মাতাল বাতাসে পৃথিবীর
সব কাশফুল গুলো
দুলবে শুধু ভালোবাসার কারনে।
সোনাল দ্বীপশিখা জ্বলবে,
পৃথিবীর আকাশের বুকে
দূরাগত নক্ষত্রের মত
যে নির্মল ভালোবাসা দেখে
ঈশ্বর ও হতবাক হবেন
এবং জন্ম নিবে একটি নীল পদ্ম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।