আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম নিরপেক্ষতা ও আমেরিকা

আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক

আমার এর আগের বোরখা সংক্রান্ত পোস্টটিতে প্রসংগ ক্রমে আমেরিকায় ধর্ম নিরপেক্ষতা নিয়ে কিছুটা কথা উঠেছিল, আলোচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এ পোস্টে এ নিয়ে আরো কয়েকটি লাইন লিখছি। আমেরিকা কি একটি সেক্যুলার দেশ? অবশ্যই। আমেরিকার সংবিধানের প্রথম দশটি সংশোধনী "বিল অব রাইটস" নামে পরিচিত, যার প্রথমটিই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সংক্রান্ত। প্রথম সংশোধনী: কংগ্রেস কোন আইন করবে না যা কোন ধর্মকে প্রতিষ্ঠিত করে, কিংবা কোন ধর্মের স্বাধীনভাবে পালনকে বাধা দেবে।

প্রথম অংশটি হল "এস্টাবলিশমেন্ট ক্লস", যার ফলে কংগ্রেস কোন জাতীয় ধর্ম মনোনয়ন করতে পারবে না কিংবা কোন ধর্মকে অন্য ধর্মের উপর প্রাধান্য দিতে পারবে না। সোজা কথা, রাষ্ট্র ধর্ম বলে কোন কিছু থাকতে পারবে না। দ্বিতীয় অংশটি হল: "ফ্রি এক্সারসাইজ ক্লস"। যার ফলে ব্যক্তি তার নিজের ধর্ম পালনে পুরো স্বাধীন। একদিকে রাষ্ট্র কোন বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত দেখাবে না, অন্যদিকে রাষ্ট্র কোন ব্যক্তির ধর্ম পালনকে বাধা দেবে না।

এই দুইয়ে মিলে প্রথম সংশোধনীর ধর্ম সম্পর্কিত অংশটুকু [১]। উল্লেখ্য এই "ফ্রী এক্সারসাইজ ক্লস" আছে বলে বিশ্বখ্যাত ফার্নিচার প্রতিষ্ঠান আইকিয়া তাদের নির্ধারিত ইউনিফর্মে মুসলিম মেয়েদের জন্য হিজাবের অনুমোদন রেখেছে। এই হিজাবের কন্ট্রাক্ট পেয়েছিল "দ্য হিজাব শপ ডট কম" নামে একটি প্রতিষ্ঠান। আইকিয়া হিজাব নামে পরিচিত স্কার্ফের ছবি নীচে দেখুন [২]। প্রথম সংশোধনীর প্রেক্ষাপট: যেভাবে হল প্রথম সংশোধনী ১৮০২ সালে থমাস জেফারসন (সংবিধান প্রনেতাদের একজন এবং আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট) ড্যানবারি বাপটিস্টদের কাছে একটি চিঠি লিখেন যাতে তিনি বলেন যে, বাপটিস্টদের সুরক্ষার ব্যবস্থা নেয়া হবে এবং তাদের কোন ভয় নেই।

বাপটিস্টরা তখন নির্যাতিত হচ্ছিল কারন কানেক্টিকাটের সংবিধান তাদের সুরক্ষা দিচ্ছিল না। এই প্রেক্ষাপটেই সংবিধানের প্রথম সংশোধনীতে বলা হয়, সবাই নিজেদের ধর্ম পালনে স্বাধীন এবং রাষ্ট্র কোন বিশেষ ধর্মকে প্রতিষ্ঠিত করবে না। জেফারসন তার চিঠিতে লেখেন: "তোমাদের মত আমিও বিশ্বাস করি ধর্ম শুধু মানুষ ও তার স্রষ্টার মধ্য সম্পর্কিত একটি বিষয়। মানুষ তার বিশ্বাস ও প্রার্থনার জন্য শুধু তার স্রষ্টার কাছেই দায়বদ্ধ। আইনের আওতায় শুধু মানুষের কর্মকেই ফেলা যায়, বিশ্বাসকে নয়।

......... যার ফলে সংবিধানের এই "কোন আইন হতে পারবে না জাতীয় ধর্ম মনোনয়ন করে কিংবা কোন ধর্মকে অন্য ধর্মের উপর প্রাধান্য দিয়ে" বাক্যটি চার্চ ও রাষ্ট্রের মধ্যে বিভেদকারী দেয়াল হয়ে থাকল। " এই চিঠিটি জেফারসন পাঠানোর আগে এটর্নি জেনারেলকে দিয়ে রিভিউ করিয়ে নেন [৩]। আমেরিকার জনগন ও রাজনীতিবিদদের অভিমত: এখন দেখা যাক এ বিষয়ে আমেরিকানরা কি ভাবেন। একটি জরিপে দেখা গিয়েছে শতকরা ৫৫ ভাগ আমেরিকান মনে করেন সংবিধান খ্রীষ্টান জাতিকে প্রতিষ্ঠিত করেছে। এ বিষয়ে সিনেটর জন ম্যাককেইন কে জিজ্ঞেস করা হল, তিনি কি ভাবেন? তিনি জবাব দিলেন: আমি সম্ভবত "হ্যা"ই বলব যে সংবিধান আমেরিকাকে একটি ক্রীশ্চান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

কিন্তু তা আমি ব্যপক অর্থে বলি। যে নারী স্বর্ন দুয়ারের সামনে বাতি জ্বেলে আছে, সে এটা বলে না, "আমি শুধু ক্রীষ্টানদের স্বাগতম জানাই। " আমরা স্বাগতম জানাই গরীবদের, ক্লান্তদের এবং গন মানুষকে। কিন্তু তারা যখন আসে তখন জানে তারা এমন একটি জাতির মাঝে যা প্রতিষ্ঠিত হয়েছে ক্রীশ্চান মূল্যবোধ দিয়ে। [৪] এ বিষয়ে সিনেটর হিলারী ক্লিনটন বলেন: আমাদের এই জাতি বিশ্বাসীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি জাতি।

আমাদের ইতিহাসের বেশ কিছু গুরুত্ববহ সামাজিক ন্যায়বিচারের আন্দোলন, যেমন দাসপ্রথার উচ্ছেদ, সমস্ত আমেরিকানদের জন্য নাগরিক অধিকারের নিশ্চয়তা, এসব বিশ্বাসীদের সাহায্যে সংঘটিত হয়েছে। [৫] এ বিষয়ে একজন ইতিহাসবিদ ম্যাক ক্লে বলেন: "প্রথম সংশোধনীর উদ্দেশ্য এটা ছিল না যে প্রশাসনকে ধর্ম থেকে মুক্ত করবে। বরং এটা ছিল ধর্মীয় গোত্রের সংঘাত থেকে মুক্তি এবং চার্চের অতিরিক্ত ক্ষমতা কমিয়ে দেবার উপায়। "[৬] অন্যান্য রাষ্ট্র: অন্যদিকে ইংল্যান্ডে রয়েছে রাষ্ট্র ধর্ম। ইউরোপের অনেক দেশেই ক্রিশ্চিয়ানিসমকে রাষ্ট্রধর্ম করা হয়েছে তবে প্রায়গুলোই বিভিন্ন শাখাকে করে থাকে।

যেমন ডেনমার্ক করেছে লুথারিয়ান বিশ্বাসকে। মুসলিম রাষ্ট্রগুলো সবগুলোতেই প্রায় রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলাম রয়েছে। ব্যতিক্রম হল তুরষ্ক এবং আলবেনিয়া। [৭] এখন সম্ভবত বাংলাদেশ এই কাতারে সামিল হবে বা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা বিষয়ে কয়েকটি রিলেটেড পোস্ট: ধর্মনিরপেক্ষতা : সন্ধ্যাবাতি/আস্তমেয়ে ধর্ম ও রাষ্ট্র : নূরুজ্জামান মানিক সেক্যুলারিজম ও তুরষ্ক : ত্রিভুজ সেক্যুলারিজম বিপ্লবে বাংলাদেশ : বাংগাল ১।

http://en.wikipedia.org/wiki/First_Amendment_to_the_United_States_Constitution ২। Click This Link ৩। http://en.wikipedia.org/wiki/Separation_of_church_and_state_in_the_United_States Click This Link ৪। http://atheism.about.com/od/johnmccainonreligion/a/McCainSecular.htm ৫। http://atheism.about.com/od/hillaryclintonreligion/a/PeopleFaith.htm ৬।

Click This Link ৭। http://en.wikipedia.org/wiki/State_religion

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.