আমাদের কথা খুঁজে নিন

   

প্রেরণা



"ওগো থেমো না,চল। " কানের কাছে হঠাতই কয়েকটি মিহি ধ্বনির আয়োজন, শুনতে পাই না,অথচ ছুঁয়ে যায়। আমার এই স্থানু দেহের ভেতর জরা-ক্ষয়-ব্যাধিগ্রস্ত যে আধখানা কিংবা সিকি পরিমাণ হৃদয় ছিল হঠাতই যেন সম্বিত ফিরে পায়। প্রতিটি লোহিত কণা আড়মোড়া ভেঙ্গে জেগে উঠার উপক্রম হয়। মূহুর্তেই অভ্রের ন্যায় কঠিন হয় রুপান্তরিত স্বত্তা, স্থিতিস্থাপকতাকে জয় করে নেয়ার এক দুর্বার প্রচেষ্টা যেন আচ্ছন্ন করে হৃদয়কে।

শুধুমাত্র একটি কথা শোনার জন্য.. "ওগো থেমো না,চল। পেড়ে আনো আকাশের শেষ তারাটি পর্যন্ত। " যে প্রাণ ধুকপুক করছিল এত কাল, ভালবাসার অর্গলে জড়ায় আদ্যোপান্ত। শীতনিদ্রার রেপ্টাইল থেকে আমি হয়ে যাই চিতা কিংবা চিতার শিকার। ভয় নেই,আক্ষেপ নেই আমি এগিয়ে যাই ভবিষ্যত বিহারে।

গগণভেদী আওয়াজে ফেটে পড়ি, "না..না..না.. আমি একা নই। আমার স্বত্তায় আজ মিশে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি... ওগো থেমো না,চল। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।