আমাদের কথা খুঁজে নিন

   

প্রেরণা

http://www.facebook.com/reyad.parvez.3 একটা চিঠি লিখতে ইচ্ছা করে, লাইনের পর লাইন- মাঠ-ঘাট-পথ-সমুদ্রে- সবাই কেমন আছে? আল্লাহর রহমতে ভালো. আকাশের বেওয়ারিশ মেঘে মেঘে, নীল থেকে নীলে আশার বানী নিয়ে- ডাকটিকেটের কড়া সিলে, চিঠি পৌছে যাবে. একদিন চিঠিতে লিখে দিয়েছিলাম বৃষ্টির কবিতা, রাগ করে বলেছিলে- রোদের গল্প লিখনি,কথা বলব না. আজ একটা চিঠি পেতে ইচ্ছা করে, সস্তা সস্তা পৃষ্ঠায়- সস্তা কালির ছাপে- এবড়ো থেবড়ো অক্ষরেরা চিত্‍কার করে বলবে- চিন্তা করোনা সবাই বেঁচে আছে,ভালো আছে. নগরের গ্রামে গ্রামে- দিন থেকে দিনে,মানুষের ভীড়ে, বৃদ্ধ-বৃদ্ধা চিঠির পাতায়- ফোকলা দাঁতে হাসছে. প্রেমিকাও রাগ ভেঙ্গে বলছে, বহুদিন দেখিনা,কবে দেখা হবে? অশুভরা দুমড়ে মুচড়ে- চিঠির কোনায় পড়ে পড়ে- ঝাপসা চোখে পড়ার ইচ্ছাতে, চিঠি তুমি একটি খুশির সংবাদ- সবাই ভালো আছে. কবে অনন্দ ভর্তি অশ্রুর অক্ষরে, চিঠি মেঘে ভাসবে- আর ভাল্লাগেনা,আমরা ভালো নেই, চিঠি তুমি কবে আসবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।