কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
কল্পনাতে লড়ছি আমি,
জল্পনাতে অল্প ।
প্রতিদিন ভাবছি আমি
মিথ্যে হাসির গল্প ।
সেই কবে থেকে শুরু,
জানিনা কে ছিল গুরু।
গল্প তো নয় , সে যেন এক
বাহারী রঙের স্বপ্ন ।
হাসেরা খেলে , পাখিরা উড়ে
ছন্নছাড়া জীবনের প্রশ্ন ?
সেই কবে থেকে শুরু,
জানিনা কে ছিল গুরু।
কে যে আমি, তুমি যে কে
কোথায় সে যে গুপ্তধন।
কোন যে কৌশলে , পালালে
কেড়ে নিলে আমার মন।
সেই কবে থেকে শুরু,
জানিনা কে ছিল গুরু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।