আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ প্রেরণা তুমি জলজ থাক



প্রেরণা তুমি জলজ থাক ............................... কুয়াশার বাঁধনে সময় সম্ভাবনার সম্ভাব্য সে পথ ঘাসের আড়ালে পড়েছে ঢাকা মধ্যনদীতে চাঁদ হেসে খেলে আপন হয় টুপ করে চুয়েঁ পড়ে যে শিশির ফোঁটা সূর্য তাকে ছিনেয়ে নেয় ক্ষণিকতা দৃশ্যত আপন...। মাঝে যেকটা প্রাণ প্রাতঃ হয়েছে অন্যদ্য সুন্দরের মহাকাশ র্আটপেপারের ক্যানভাসে সে অদৃশ্য ভাগ্য নিয়ে জেগে থাকবে ...হয়ত নেশাগ্রস্ত হবে শিল্পির তৃষ্ঞা মেটাতে। সময় শিল্পির মৃত্যৃ আনে জলজ আছে বিপরীতে প্ররণা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।