আপনার উপর শান্তি বর্ষিত হোক
জর্জ আর্চার শি
১৯০৮ সালে অসবর্ণের রয়েল নেভাল কলেজ থেকে বহিষ্কার করা হয় জর্জকে। এক সহপাঠীর লকার থেকে পাঁচ শিলিংয়ের একটি পোস্টাল অর্ডার চুরি করেছেন- এমন সন্দেহ করে এই শাস্তি দেওয়া হয় তাকে। দুই বছর বাদে এক রায়ে নির্দোষ প্রমাণিত হন জর্জ
জন ব্যারিমোর
ওয়াশিংটন ডিসির জর্জটাউন একাডেমী থেকে অভিনেতা জন ব্যারিমোরকে যখন ছাড়িয়ে দেওয়া হয়, তখন তার বয়স ১৬। প্রতিষ্ঠানের এক শিক্ষক আরও কিছু তরুণের সঙ্গে একটি পতিতালয়ে ঢুকতে দেখেন তাকে, জর্জ ওয়াশিংটনের জন্মদিন উদ্যাপনের জন্য সেখানে গিয়েছিলেন তারা। পরদিন অন্যদের পরিচয় জানাতে অস্বীকার করায় বহিষ্কার করা হয় ব্যারিমোরকে।
সারাহ বার্নহার্ডট
১৬ বছর বয়স হতে না হতেই প্যারিসের একটি ক্যাথলিক বিদ্যালয় থেকে তিনবার বহিষ্কার হওয়ার অভিজ্ঞতা হয় এই ফরাসি অভিনেত্রীর। বহিষ্কারের কারণগুলো ছিল এক বিশপের সঙ্গে মজা করা, ফরাসি এক সেনার দিকে পাথর ছুঁড়ে মারা এবং সাক্ষাতের অনুমতি নেই এমন এক সেনার সঙ্গে সন্ধ্যা কাটানো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।