আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়াখালীতে ‘বহিষ্কৃত’ শাহাদতকেই বেছে নিল বিএনপি

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি আলতাফ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।

গত বছর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কারণে হরতাল প্রত্যাহার করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন শাহাদত।

আলতাফ হোসেন বলেন, “জেলার তৃণমূল পর্যায়ে ব্যাপক সমর্থন ও জনপ্রিয়তা থাকায় শাহাদাত হোসেন মৃধার বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ১৯ দলীয় জোট সমর্থিত একক প্রার্থী।’’

বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি কৃতজ্ঞতা জানান পটুয়াখালী জেলা বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন মৃধা।

গত বছর ১৯ মার্চ ১৮ দলীয় জোটের দেশব্যাপী হরতাল থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে পটুয়াখালীতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শাহাদাত। তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সম্পাদক এম এ রব মিয়া, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ  সহসভাপতি মুনির হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সহসভাপতি ও মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী শাহাবুদ্দিন নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.