বৃহস্পতিবার ছয় জেলার ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ উত্তরের পুরাকান্ডলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, ধোবাউড়া উপজেলার যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রুবেল, জেলা যুবদল সাধারণ সম্পাদক শামসুল হক শামসু।
বরিশাল উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন, সহ-সভাপতি আসাদ মাহমুদ, ঝালকাঠী সদর উপজেলা যুবদল সভাপতি শওকত হোসেন খোকন, জেলা যুবদল সদস্য শহীদুল ইসলাম, কাঁঠালিয়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়াজী এবং কাঁঠালিয়া উপজেলার সহ-সভাপতি জালাল আকনও বহিষ্কৃত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা কমিটির সদস্য শফিকুল ইসলাম শাহীন, রাজশাহীর বাগমারা থানার সাধারণ সম্পাদক ডি এম জিয়াউর রহমানকে দল থেকে বাদ দেয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে কিশোরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সদস্য সালাহউদ্দিন আহমেদ সেলুও রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম ইকবাল হোসাইন, পটুয়াখালীর দুমকী উপজেলা মুরাদিয়া ইউনিয়নের সভাপতি জাকির হোসেন মঞ্জু, বাগেরহাট জেলার সহ-সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাকে কারণ দর্শাও নোটিস দেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।