আমাদের কথা খুঁজে নিন

   

ইতালির সংসদ থেকে বহিষ্কৃত বারলুসকোনি

ইতালির সেনেটর পদ থেকে বহিষ্কৃত হলেন সিলভিও বারলুসকোনি। গতকাল বুধবার তাকে সরাতে ইতালির পার্লামেন্টে ভোটাভুটি হয়।

সেনেটরদের দাবি ছিল, ভোটে হারলে বারলুসকোনির গ্রেফতার হওয়ার সম্ভাবনা বাড়বে, তবে সরকার পতন হবে না।

এদিকে, বার্লুস্কোনিকে বহিষ্কারের পর তাঁর দল ‘ফোরজা ইতালিয়া’ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়।

তবে সম্প্রতি ফোরজা ইতালিয়ায় থেকে বেরিয়ে এসেছেন ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলিও আলফানো।

তাঁর নেতৃত্বে নতুন দলটি সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। তাই ফোরজা ইতালিয়া সমর্থন তুলে নিলেও সরকারের পতন হল না।

এদিকে, সেনেটের স্পিকার পিয়েত্রো গ্রাসো এ দিন বলেন, গত বছরই দেশে আইন হয়েছিল যে কেউ দোষী প্রমাণিত হলে তাকে আর পালার্মেন্টে থাকার অধিকার দেওয়া হবে না। সেই আইন মেনেই বহিষ্কার করা হল বারলুসকোনিকে।

উল্লেখ্য,বারলুসকোনির বিরুদ্ধে ওঠা কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.